Jul 7, 2010

Internet Download Manager

Screen shoot



আমরা সবাই জানি বাংলাদেশের ইন্টারনেটের গতি কতটা দ্রুত।আর লোডশেডিং এর কথা তো বলার আপেক্ষা রাখে না। কাজেই আমাদের ব্যবহার করতে হয় ডাউনলোড ম্যানেজার।যার মাধ্যমে ডাউনলোড রিজিউম এবং দ্রুত করা যায়।
এমনই একটি ডাউনলোড ম্যানেজার হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার।

এটি হয়ত আপনাদের কাছে পরিচিত।কিন্ত এটি যে ট্রায়াল ভার্শন তাও আমরা সবাই জানি।
তবে ট্রায়াল ভার্শন ইউজ করার দিন শেষ। আজ আমি আপনাদের জন্য এটির প্যাচ ফাইল নিয়ে এসেছি।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করতে নীচের লিংকে যান

প্যাচ ফাইলটি ডাউনলোড করতে নীচের লিংকে যান


এবার বলি কিভাবে কাজ করবেন।প্রথমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনষ্টল করুন।


ডাউনলোড করা Patch 5.xx (2008-12-06) এই নামের প্যাচ ফাইলটি কপি করে আপনার কম্পিউটারের
Local Disk(C)>Programme files>Internet Download Manager ফোল্ডারে নিয়ে পেষ্ট করে দিন

এখন আপনার কম্পিউটারের সিষ্টেম ট্রে থেকে Internet Download Manager এক্সিট করুন।

এরপর Local Disk(C)>Programme files>Internet Download Manager ফোল্ডার থেকে Patch 5.xx (2008-12-06) এই নামের ফাইলটিতে Right বাটনে ক্লিক করে Run as Administrator হিসাবে open করুন।

ছবিতে দেখানো Patch বাটনে ক্লিক করুন।আপনার কাজ শেষ।Close করে বেরিয়ে আসুন।

এবার Internet Download Manager open করে Registration অপশনে গিয়ে দেখুন অপশনটি ফেডিং হয়ে গেছে অর্থাৎ Registration হয়ে গেছে।
এবার উপভোগ করুন LIFETIME Registration.

ধন্যবাদ।










No comments:

Post a Comment